IFRAME SYNC

How to Delete Temporary Files and Delete Prefetch Files from Your laptop


If you wish to liberate some house on your laptop, you will be looking for files to delete. temporary worker files area unit created once Windows shuts down in Associate in Nursing irregular means, and your laptop doesn’t want them to operate, thus these area unit smart candidates. Prefetch files area unit a lot of sophisticated. they're created once Associate in Nursing application is endure the primary time. You typically solely need to delete these if your laptop is infected with malware or a scourge, and so given that you actually recognize what you're doing.

Method 1-
Deleting temporary worker Files


Use Disk Cleanup. This tool is unbelievably helpful for removing temporary files and prefetch files from your Windows pc. It works for any version of Windows that's scene and better.[1]

    Open Disk Cleanup. you'll do that during a couple other ways.
 visit Start>All Programs>Accessories>System Tools>Disk Cleanup.[2]
        Open travel by holding down Win+R, and kind “%windir%\system32\cleanmgr.exe” while not the quotation marks into the Open field.
 choose the storage drive you would like to wash. usually speaking, you'll be wanting to pick the OS drive, that defaults to C: unless manually modified to a distinct path letter. The utility can then scan the chosen storage drive for temporary files of an outsized selection. Once finished, you will be met with an inventory of temporary file sorts.
 you'll additionally see the choice to "Clean Up System Files." this selection needs body permissions/rights to operate, and may be a a lot of thorough methodology because it digs deeper into the OS to get rid of temporary file sorts like Windows Updates catalogs.
        Check “Temporary web Files” and “Temporary Files,” and press “OK.” 




2
Search for .temp files. Temporary files usually have the file extension .temp added to the end, so go into "my computer" or "this PC" and search for *.temp in the C: Drive. The * is important as that tells the computer to search for everything ending in .temp.


  1. 3
    Search "Free up disk space" in the Control Panel. Click “Free up disk space by deleting unnecessary files.” Check the "Temporary files" box and press OK.[3]

Method 2
Deleting Prefetch Files


1
Open Windows Explorer. Go to the “Organize” dropdown button, and select “Folder and Search Options.” Click the “View” tab. Check “Show hidden files, folders and drives,” and click Apply. Click “OK” to close the window.[4]


কি ভাবে ফেসবুক এ ট্যাগ বন্ধ করবেন

 কিভাবে ফেসবুক এ Tag সিস্টেম Off করবেন।
প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন তারপর Settings এ যান তারপর Timeline and Tagging এ গিয়ে Review tags friends add to your own posts before the tags appear on Facebook? এইটিতে ক্লিক করে On করে দিন।
...../ আকিব
Fb.com/aaqib988

নিম পাতা খেলে কি কি উপকার পাওয়া যায়? জেনে নিন


নিমের গুণ অপরিসীম। নিমের বহুবিধ এবং ব্যাপক ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে গ্রাম্য ডাক্তার হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে রাজধানীতেও অনেক মানুষ চর্মরোগ দূর ও রূপচর্চাসহ নানাবিধ কাজে নিম ব্যবহার করে আসছে। নিমের বীজ পাতা-ছাল-কাঠ সবই উপকারী!
নিম কি?
নিম একটি বহু বর্ষজীবি ও চির হরিত বৃক্ষ। নিম একটি ঔষধি গাছ, বৈজ্ঞানিক নাম (AZADIRACHTA INDICA)। এর ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। বাংলাদেশের সবত্রই জন্মে তবে উত্তরাঞ্চলে বেশি দেখা যায়। প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে ১০ বছর। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধান অঞ্চলে ভাল হয়। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। নিম থেকে তৈরি হচ্ছে নানা ধরণের ঔষধ কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। । নিমের কাঠ খুবই শক্ত। এ কারণে নিম কাঠের আসবাবপত্রও তৈরি করা হচ্ছে আজকাল।
আসুন জেনে নেই নিমের কিছু ঔষধি গুণ-
কৃমিনাশক-  শিশুদের পেটে কৃমি নির্মূল করতে। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়া দিন ৩ বার সামান্য গরম পানি সহ খেতে হবে।
ঠান্ডাজনিত বুকের ব্যথা অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিতে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।
ডায়াবেটিস রোগ- সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।
খোস পাচড়া বা চুলকানি- নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।
অজীর্ণ- অনেকদিন ধরে পেটে অসুখ? পাতলা পায়খানা হলে ৩০ ফোটা নিম পাতার রস, এক কাপ পানির ৪/১ ভাগ পানির সঙ্গে মিশিয়ে সকাল-বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে।
পোকা-মাকড়ের কামড়- পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।
দাতের রোগ- নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও।
ত্বকের যত্নে- নিমের তেল মুখে ব্যবহার করলে ব্রন হয় না।
জন্ডিস- জন্ডিস হলে প্রতিদিন সকালে বাচ্চাদের জন্য ৫-১১ ফোঁটা,বয়স্কদের জন্য ১ চামচ নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে।
উকুন নাশক- উকুন মারতে নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান। ঘন্টা খানেক রেখে মাথা ধুয়ে ফেলুন। ২/৩ দিন এভাবে লাগালে উকুন মরে যাবে।
আমাদের চারপাশেই ছড়িয়ে আছে প্রকৃতির অসাধারণ সব উপাদান। ওষুধের কৃত্রিমতার ওপরে নির্ভরশীল না হয়ে, সুস্থ থাকবার জন্য প্রাকৃতিক উপায় গুলোর প্রতি মনযোগী হয়ে উঠুন। যার অল্প একটু ব্যবহারই প্রতিদিন থাকবেন সুস্থ-সতেজ ও রোগ মুক্ত।

দেখেনিন নামাজ পড়লে আমাদের কতটুকু লাভ হয়

★ নামাজের কল্যাণ ★
► ▪ নামাজে অনেক সৌন্দর্য ও কল্যাণ নিহিত আছে…
► ▪ নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ
► ▪ ফেরেশতাদের প্রিয় বস্তু
► ▪ আম্বিয়াদের (আঃ) দের প্রিয় সুন্নত
► ▪ নামাজে মাগফিরাতের নূর পয়দা হয়
► ▪ দোয়া কবুল হয়
► ▪ রিযিকে বরকত হয়
► ▪ নামায ঈমানের মূল
► ▪ দেহের শান্তি
► ▪ শত্রুর জন্য অস্ত্র
► ▪ আল্লাহর নিকট সুপারিশকারী
► ▪ কবরের চেরাগ এবং ভয়ংকর নিস্তব্ধতায় মনোরঞ্জনকারী
► ▪ মুনকার নকীরের প্রশ্নের উত্তর
► ▪ কিয়ামত দিবসে প্রচন্ড তাপের মাঝে ছায়া স্করুপ
► ▪ অন্ধকারের আলো
► ▪ জাহান্নামের আগুন নির্বাপক
► ▪ পুলসিরাত দ্রুত পার হওয়ার বাহন
► ▪ সর্বোপরি, বেহেশতের চাবি

►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►


►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►►

cmd বা command prompt কি? কিভাবে Open করবেন

cmd (Command prompt) হল একটা কমান্ডলাইন টুলস। এর দ্বারা আপনি এত বেশি কাজ করতে পারবেন যা অনেক ক্ষেত্রে GUI (Graphical User Interface) মুডে করতে পারবেন না।
যাহোক বেশি আলোচনা না করে কিছু কাজ করলেই বুঝতে 

পারবেন ।

cmd কি?

প্রথমে কম্পিউটার কি বোর্ডের উইন্ডোজ কি  চেপে ধরে R চাপুন। এখানে বক্সে cmd লিখে Enter দিন।

নিচের বক্স আসলে এখানে date লিখে Enter দিন।
তারিখ চলে আসবে।

hostname লিখে Enter দিন আপনার পিসির নাম চলে আসবে।

আমার ফেসবুক আইডি -- Facebook 
 

 
 
 

ফোনে বেশি চার্জ ফুরালে যা করবেন



অ্যান্ড্রয়েড ফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে? একটি অ্যাপ্লিকেশন আনইনস্টল বা সরিয়ে দিলেই ব্যাটারির আয়ু ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। এ ছাড়া ফোনের কার্যক্ষমতা আরও দ্রুত হবে। ফোনের চার্জখেকো আর ফোনকে ধীরগতির করে দেওয়া এই অ্যাপ্লিকেশনটির নাম
প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রালের লেখক রাসেল হলি প্রথম অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর ও চার্জ বেশিক্ষণ ধরে রাখার কৌশলটির সন্ধান পান। তাঁর ভাষ্য, অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী শুধু একটি অ্যাপ সরিয়ে ফেলেই ফোনের গতি বেড়ে যাওয়ার ও ব্যাটারি বেশিক্ষণ চলার প্রমাণ পেয়েছেন।
হলি দাবি করেন, একাধিক মডেলের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের কারণে চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়টি দেখা যায়। হলির পরামর্শ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক ব্যবহার করলে এ সমস্যা হয় না। যত সমস্যা হয়, ফেসবুক অ্যাপটি ফোনে ইনস্টল থাকলে।
এদিকে অ্যান্ড্রয়েড ফোন ফেসবুকের অ্যাপ্লিকেশনের কারণে ধীরগতিসম্পন্ন হচ্ছে—এমন প্রতিবেদন প্রকাশ করার পর ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে খোঁজখবর করা শুরু করেছে।
ফেসবুকের এক মুখপাত্রের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, অভিযোগটির বিষয়ে তাঁরা জানেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উন্নত সেবা দিতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।
ফোনের ধীরগতি নিয়ে মন্তব্য করলেও দ্রুত ব্যাটারির চার্জ শেষ করার বিষয়টি নিয়ে মন্তব্য করেনি ফেসবুক।
ফেসবুক ও মেসেঞ্জার এই দুটি অ্যাপ অ্যান্ড্রয়েড ফোনকে ১৫ শতাংশ পর্যন্ত ধীরগতির ও দ্রুত চার্জ শেষ করছে বলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা অভিযোগ করছেন।

আল্লাহকে কি God বলে ডাকা যাবে?

“তোমরা তাঁকে ডাক আল্লাহ অথবা রহমান বলে।তোমরা তাঁকে যে নামেই ডাক না কেন সকল সুন্দর নামগুলো তো তাঁরই।”
আপনি মহান স্রষ্টা আল্লাহ সুবহানা ওয়া তা’আলা কে ডাকতে পারেন যে কোন নামে সেটা হতে হবে সঠিক নাম,সেটা হবে বিশুদ্ধ নাম,এমন নাম হবে যেটা তিনি নিজেই দিয়েছেন।পবিত্র কুর’আন এবং সহীহ হাদিসে আল্লাহর নাম উল্লেখ আছে ৯৯ টি।আর সবার উপরে যে নাম সেটি হল “আল্লাহ”। আর এই কথাটা যে সুন্দর নামগুলো আল্লাহর,এটা সূরা ইসরার ১১০ নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা “ত্বহার” ৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,সূরা আ’রাফ এর ১৮০ নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা হাশরের ২৪ নম্বর আয়াতে আছে,এখানে আল্লাহ তা’আলা বলেছেন-
“সুন্দর নামগুলো কেবল আল্লাহর জন্যই।”
আর সবচেয়ে শ্রেষ্ঠ নাম আল্লাহ।এখন আমরা মুসলিমরা কেন আল্লাহ তা’আলাকে আরবীতে আল্লাহ বলে ডাকি?কেন ইংরেজি God    বলে ডাকিনা?আসলে এর কারন্টা হচ্ছে অন্যসব নাম আর শব্দগুলোকে আমরা বিকৃত করতে পারি।যেমন-ধরুন ইংরেজিতে God   এর পর একটা s লাগালে হবে Gods। ইশ্বরের বহুবচন। আল্লাহর কোন বহুবচন হয়না।“ক্বুলহু আল্লাহু আহ্বাদ” -বল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। যদি  God  এর পর ess  যোগ করেন তাহলে এটা হবে Goddess।    মহিলা ইশ্বর।ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই।আল্লাহ তা’আলার কোন লিঙ্গ নেই।যদি God   এর পর father   যোগ করেন তাহলে Godfather,      সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ আব্বা বা আল্লাহ Father    বলে কিছু নেই।যদি God   এর পর একটা mother     যোগ করেন তবে হবে, Godmother।       ইসলাম ধর্মে আল্লাহ mother বা আল্লাহ আম্মি বলে কিছু নেই।যদি God   এর পূর্বে tin কথাটা লাগান তবে হবে Tin God (Fake God)।ইসলামে Tin Allah  বলে কিছু নেই। এজন্যই আমরা মুসলিমরা আল্লাহকে ডাকি আরবী শব্দ আল্লাহ বলেই। আর এ কারনেই আল্লাহ শব্দটা বেশিরভাগ ধর্ম গ্রন্থগুলোতে দেখতে পাবেন।যদি শিখ ধর্ম গ্রন্থ পড়েন তবে সেখানে মহান সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে “আল্লাহ”।
সোর্সঃ লেকচার ডাঃ জাকির নায়েক

কি ভাবে আপনার ফেইসবুক আইডি লিংক শেয়ার করবেন ?


প্রথম আপনি facebook.com যাবেন 
তারপর আপনার প্রোপাইলে জান,
 তারপর address বার থেকে link টা কপি করে নিন,
                 যেমন ঃ https://m.facebook.com/aaqib988


টুইটার ফটো আপলোড করার জন্য স্টিকার যোগ করেছে ।

স্টিকার:  সামাজিক মিডিয়া, যা টুইটার থেকে আজকের ঘোষণার সঙ্গে কোন আশ্চর্য হিসাবে আসে মাধ্যমে ছবি সম্পাদনা মত বলে মনে হচ্ছে.মেড আপনার নতুন ফটো প্লাস্টার করা, টুইটার নিশ্চিত যে ইমোজি, সাজসরঞ্জাম, জিনিসপত্র, এবং সাজানোর অন্য কিছু শোভাকর ইমেজ যে ঝোঁক আপনি অনলাইন পোস্ট জুড়তে উপলব্ধ করা হয়.টুইটারের নতুন স্টিকার সংযুক্ত করা হয়, যার মানে হল তারা যদি তোমাদের উপর ক্লিক করছি যে ইমেজ একই স্টিকার (গুলি) ব্যবহার একটি পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে.


বৈশিষ্ট্য উভয় iOS এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে আউট ছুয়ে, কিন্তু এটা শুধু টুইটার উপর কাজ করছে না - অবস্থান ভিত্তিক ফিডগুলিও ফোরস্কয়ার দ্বারা আংশিকভাবে চালিত তাদের পথে রয়েছে.

এখন, সব টুইটার আমাকে সরকারী Android এর অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য সন্তুষ্ট হয় কি আছে, এবং আমরা নির্ধারণ করা হবে.

বিশ্বের সব থেকে লম্বা মানুষ ।


বিশ্বের সব থেকে লম্বা মানুষ বিশ্বের জীবিত সব মানুষদের মধ্যে সর্বোচ্চ লম্বা মানুষ হলো তুরস্কের সুলতান ।
কোসেন জন্ম: 10 ডিসেম্বর 1982 
উচ্চতা: 8 ফুট 3 [251সে.মি]
এর আগে ছিলো একজন কৃষক যার উচ্চতা ছিলো 8 ফুট সুলতান 2009 সালে 8 ফুট 1 উচ্চতা নিয়ে গিনেজ বুকে নাম লেখান সুলতান তার হাতের আংগুল দিয়েও রেকর্ড করেন তার মাঝের আংগুল প্রায় 28.5 সে.মি .