IFRAME SYNC
Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

কি ভাবে ফেসবুক এ ট্যাগ বন্ধ করবেন

 কিভাবে ফেসবুক এ Tag সিস্টেম Off করবেন।
প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন তারপর Settings এ যান তারপর Timeline and Tagging এ গিয়ে Review tags friends add to your own posts before the tags appear on Facebook? এইটিতে ক্লিক করে On করে দিন।
...../ আকিব
Fb.com/aaqib988

কি ভাবে আপনার ফেইসবুক আইডি লিংক শেয়ার করবেন ?


প্রথম আপনি facebook.com যাবেন 
তারপর আপনার প্রোপাইলে জান,
 তারপর address বার থেকে link টা কপি করে নিন,
                 যেমন ঃ https://m.facebook.com/aaqib988


আপনার ফেসবুক page এর url- কে আপনার পচ্ছন্দের নাম দ্বারা পরিবর্তন করুন।

আসসালামুআলাইকুম ও শুভেচ্ছা সবাইকে । ইন্টারনেটের এই লাল-নীল জগেতে আমরা অনেকেই অনেকর প্রয়োজনে ফেসবুক ফেনপেজ খুলে থাকি যেমনঃ শখের বশে বা ব্যবসায়িক কারনে ইত্যাদি ।
বেশিরভাগ ক্ষেত্রেই এটি খোলা হয়েথাকে ফেসবুকের বিশাল প্লাটফরমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরিকরার জন্য। যেটিকে একটি ওয়েবমাস্টার তার সাইটের ভিজিটর তথা ভাল এসইও-এর জন্যও ব্যবহার করে থাকেন। তাই আমার এই পোষ্টটি যাদের ফেসবুকে ফেনপেজ আছে এবং যারা তৈরি করতে চান তাদের কাজে লাগবে আশাকরি। আর যাদের নেই এবং ভবিষ্যতেও তৈরি করতে চাননা তারাও শিখে রাখবেন আশাকরি, কারন শিখে রাখলে দোষকি? শিক্ষারতো আর শেষ নেই কিবলেন? অনেক হল এবার মূল আলোচনায় যাওয়া যাক।
কিভবে ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের নাম দ্বারা পরিবর্তন করবেন? ফেসবুক ফেনপেজের বাইডিফল্ট ইউআরএল নিম্নরুপ হয়ে থাকে যা দেখতে অনেক বড়, এলোমেলো, এবং বিরক্তিকর লাগে।
আগের অবস্থা= http://www.facebook.com/pages/foienni/304244136339476 কিন্তু আপনাদের দেখাব কিভাবে নিম্নের মত একটি স্বচ্ছ, সুন্দর ও ছোট ইউআরএল তৈরি করা যায় যা সহজেই মোনেরাখা যায়।
পরের অবস্থা= http://www.facebook.com/foienni ফেসবুক ফেনপেজের ইউআরএল (URL)-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা পরিবর্তন করতে নিচের সহজ ধাপগুলি অনুসরন করুন।
ধাপ ১: প্রথমে আপনার পাসওয়ার্ড ও ইউজারনেম দ্বারা ফেসবুকে লগইন করুন।
নোট: প্রথমে আপনার কমপক্ষে ২৫ জন ফ্রেন্ড থাকতে হবে (অনেক সময় এর কমে-ও হয়ে যায়)।
ধাপ ২: এখন এইখানে ক্লিক করুন অথবা আপনার ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন করে go দিন।

ধাপ ৩: এখন যে পেজটি ওপেন হয়েছে তারমাধ্যমেই আপনি আপনার ফেসবুক ফেনপেজের ইউজারনেম সেট করতে পারবেন। এবার নিচের ডোপডাউন মেনুথেকে আপনি আপনার যে পেজের ইউআরএল পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন। 
ধাপ ৪: এখন একটি খালি বক্স ওপেন হবে, যেখানে আপনি আপনার পচ্ছন্দের আইডি/ ইউজারনেম দিয়ে “Check Availability” বাটনে ক্লিক করুন।
নোট: আপনার ফেনপেজের ইউআরএল-কে আপনার পচ্ছন্দের আইডি দ্বারা এবার পরিবর্তন করারপর আর কখনও আগেরনামে পরিবর্তন করতে পারবেন না! (তাই একটু ভাল করে ভাবুন)।
ধাপ ৫: এখন যদি আপনার পচ্ছন্দের আইডি/ ইউজারনেম “available”- মানে আপনি আইডিটি ব্যবহার করতে পারবেন দেখায় তাহলে দেরিনা করে “OK” চাপুন। ব্যস কাজ শেষ।
সবশেষে উপভোগ করুন আপনার ফেনপেজের ছোট ও সুন্দর ইউআরএল এবং শেয়ার করুন সবার সাথে।আজ এই পর্যন্ত।
সবাই সুস্থ থাকুন ভাল থাকুন সেই কামনা করি।



ফেসবুকে মুছে ফেলা পোস্ট দেখার উপায় ।


দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক। জীবনের আনন্দ-বেদনা, মান-অভিমান সবকিছুই শেয়ার করা হয় ফেসবুকে। তবে নানা কারণে অনেক পোস্টই আমরা মুছে ফেলি। তবে ফেসবুক কিন্তু মুছে ফেলা সব পোস্টই সংরক্ষণ করে রাখে। সুতরাং চাইলে ফেসবুকে আপনার মুছে ফেলা অতীতের পোস্টগুলো সহজেই দেখতে পারবেন। ফেসবুকে আপনার অতীতের সবকিছু যদি ফিরে দেখতে ইচ্ছা করে, তাহলে আপনার ফেসবুক ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখানে ফেসবুকে আপনার শুরু থেকে এখন পর্যন্ত সব পোস্টই পেয়ে যাবেন, মুছে ফেলা পোস্টগুলোও দেখতে পাবেন। এ সুবিধা পেতে নিজের প্রোফাইলের সেটিংসে যান। এরপর পেজের শেষে ‘Download a copy of your Facebook data’ নামক একটি অপশনটিতে ক্লিক করুন। এবার ‘Start My Archive’ অপশনটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনার ফেসবুকের সবকিছু। তবে ক্লিক করার আগে ভেবে নিন, অতীতের মুখোমুখি হবেন কী না। কারণ অতীত কখনো সুখের, কখনো যন্ত্রণাদায়কও বটে! 



কখনই ব্যবহার করবেন না যে ১০ টি পাসওয়ার্ড

সবকিছু ধীরে ধীরে অনলাইন কেন্দ্রিক হয়ে যাওয়ায় ইমেইল, ফেসবুক থেকে অনলাইন ব্যাংকিং সব কিছুতেই পাসওয়ার্ডের প্রয়োজন হয়। কিন্তু দুর্বল পাসওয়ার্ড বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি বিশ্বব্যাপী এমনই ২৫টি পাসওয়ার্ড চিহ্নিত হয়েছে। . . উন্নত পাসওয়ার্ড দেওয়ার অভ্যাস তৈরি করতে ২০১৩ সাল থেকে ৫ মে বিশ্ব পাসওয়ার্ড দিবস পালন করা হচ্ছে। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করতে প্রচারও চালানো হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। সম্প্রতি স্প্ল্যাশডাটা নামে একটি আন্তর্জাতিক সংস্থা খারাপ বা দুর্বল পাসওয়ার্ডের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ‘পাসওয়ার্ড’ ও ‘১২৩৪৫৬’ সবথেকে বেশি ব্যবহৃত দুর্বল পাসওয়ার্ড। এমনই মোট ২৫টি পাসওয়ার্ডকে খারাপ বলে চিহ্নিত করেছে ওই সংস্থা। বলা হয়েছে, ২০১৫ সালে অনলাইন তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিভিন্ন ঘটনার উপরে ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে। . .

123456
Password
12345678
QWERTY
12345
123456789
Football
1234
1234567
Baseball