IFRAME SYNC

কাঁচা আম খেলে কি কি উপকার পাওয়া যায়? জেনে নিন

কাঁচা আম খাওয়ার উপকারিতা হলঃ

১. লবণ দিয়ে কাঁচা আম খেলে তা শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়া প্রতিরোধ করে;
২. কাঁচা আমের জুস গরমকালে ঘামের কারণে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড ও আয়রন বেরিয়ে যাওয়া প্রতিরোধ করে;
৩. কাঁচা আম, লবণ ও মধুর সাথে মিশিয়ে খেলে তা বদহজম, গ্রীষ্মকালীন ডায়েরিয়া, আমাশয়, মরনিং সিকনেস (গর্ভবতী মহিলাদের সকালে বমি বমি ভাব/ বমি হওয়া), কোষ্ঠকাঠিন্য , ক্রনিক বদহজম এর জন্য ভাল ঔষধ হিসেবে বিবেচিত হয়;
৪. এ্যালকেলাইন খাবার হওয়ায় এটা কোন কোন ক্ষেত্রে এ্যাসিডিটি সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে;
৫. লিভারের কার্যক্রম স্বাভাবিক করতে সাহায্য করে;
৬. রক্তশূণ্যতা, আমাশয়, কলেরা, যক্ষ্মা ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে;
৭. সিদ্ধ কাঁচা আমের জুস, জিরা, একটু লবণ, ও চিনির (এসব দিয়ে বানানো আমের আচার হলেও চলবে) সাথে মিশিয়ে খেলে শরীরকে গরম থেকে রক্ষা করতে ও হিট স্ট্রোক থেকে রক্ষা করতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.